নভেম্বর ১৭, ২০১৯
কালিগঞ্জে ইউএনও’র দ্রুত পদক্ষেপে নদী ভাঙন থেকে রক্ষা পেল হাজারো পরিবার
শেখ শাওন আহমেদ সোহাগ,নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল’র দ্রুত পদক্ষেপের কারণে হাজারো পরিবার, ফসলের খেত, মাছের ঘের নদী ভাঙন থেকে রক্ষা পেয়েছে বলে জানা গেছে। রবিবার (১৭ নভেম্বর) বিকেল ৩ টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার স্থানীয়দের সাথে নিয়ে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খানজিয়া সীমান্তবর্তী ইছামতি নদীর বেড়িবাঁধ ভাঙনরোধ করেন । উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল মুঠো ফোনে ‘সুপ্রভাত সাতক্ষীরা’ প্রতিনিধিকে জানান, উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খানজিয়া সীমান্তবর্তী ইছামতি নদীর ভেড়িবাঁধটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। হঠাৎ রবিবার বিকেলে তিনি জানাতে পারেন জোয়ারের প্রবল তোড়ে বেড়িবাঁধের বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এরপর তিনি দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধটি সংস্কার করেন। তিনি আরও জানান ভাঙন ঠেকাতে জরুরিভিত্তিতে ৫ শত’র অধিক বালির বস্তা ফেলা হয়েছে। আমাদের সাথে স্থানীয়সহ এক’শ অধিক শ্রমিক গভীর রাত পর্যন্ত কাজ করেছে। এসময় নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা/ কর্মচারী, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 8,583,325 total views, 12 views today |
|
|
|