নভেম্বর ১, ২০১৯
দলকে শক্তিশালী করতে হলে বিভেদ ভূলে কাজ করতে হবে : আগরদাঁড়ি বর্ধিত সভায় এমপি রবি
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ইউনিয়ন আ’লীগের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আগরদাঁড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘আগরদাঁড়ি ইউনিয়ন আ’লীগ অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সংগঠিত হয়েছে। দলকে আরও বেশি শক্তিশালী করতে দলের মধ্যে কোন দ্ব›দ্ব বিভেদ রাখলে হবে না। নিজেদের সমস্যা নিজেদের মীমাংসা করতে হবে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আ’লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, গোপাল ঘোষাল, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ মন্ডল, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, প্রভাষক মইনুল ইসলাম, পলাশ মাস্টার প্রমুখ। সম্মেলন প্রস্তুতির লক্ষে সদস্য ফরম বিতরণ করা হয়। এ সময় আগরদাঁড়ি ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আগরদাঁড়ি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তাপষ আচার্য্য। 8,501,070 total views, 120 views today |
|
|
|