নভেম্বর ২৯, ২০১৯
তালায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু প্রভা বাঁচতে চায়
তালা প্রতিনিধি: তালায় বøাড ক্যান্সারে আক্রান্ত শিশু প্রভা বাঁচতে চায়। মাত্র ৫ বছর বয়সী শিশু প্রভা যখন খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, তখন সে হাসপাতালের বেডে শুয়ে বাঁচার আকুতি জানাচ্ছে। সেজুতি দাশ প্রভা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বারাত গ্রামের হতদরিদ্র সদয় দাশ ও জোছনা দাশের মেয়ে। জানা গেছে, হতদরিদ্র সদয় দাশ এর দুই ছেলে-মেয়ের মধ্যে সেজুতি দাশ প্রভা (৫) বড় ও অর্ণব দাশ(২)ছোট। গত কয়েক মাস আগে প্রভা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বাবা সদয় দাশ। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর পর প্রভার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১নভেম্বর ভারতের ভেলরের সি,এম,সি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছে প্রভা। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন প্রভাকে বাচাতে অনেক অর্থের প্রয়োজন। তাকে দীর্ঘ মেয়াদি চিকিৎসা নিতে হবে। এখন অনেক কষ্টেও প্রভার চিকিৎসা ব্যয় বহন করা হতদরিদ্র বাবার পক্ষে দুঃসাধ্য হয়ে পড়েছে। এ জন্য সেজুতি দাশ প্রভাকে বাঁচাতে তার বাবা সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতার জন্য যোগাযোগ সেঁজুতির কাকা কার্তিক দাশ মোবাইল ও বিকাশ নং-০১৮৭৭-৮৬৪৭৪০ এই নাম্বারে। 8,632,691 total views, 12,241 views today |
|
|
|