অক্টোবর ২৩, ২০১৯
যুবলীগের সপ্তম কংগ্রেস’র সম্মেলন প্রস্তুতি কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস’র নব-গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা যুবলীগের উদ্যোগে বুধবার বেলা ১১টায় শহরের পাওয়ার হাউজ গেট থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে এসে শেষ হয়। সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, ইউছুফ সুলতান মিলন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক ইনজামামুল হক ইনজা, জাহিদ হাসান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস’র নব-গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি উপহার দেওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস’র নব-গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃত্বে সুষ্ঠ ধারার রাজনীতির মধ্য দিয়ে নতুন কমিটি উপহার দেওয়ার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে আরো সুসংগঠিত করবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে।
8,587,632 total views, 4,318 views today |
|
|
|