অক্টোবর ২২, ২০১৯
তালায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
তালা প্রতিনিধি: ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ এবং ‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক’ প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৯ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। সোববার (২১ অক্টোবর) সকালে তালা উপজলো প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বে-সরকারি সংস্থা উত্তরণ, ব্র্যাক, তালা বøাড ব্যাংক, মধ্য ও দ: বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প মহান্দী সম্মিলিতভাবে তালা উপজলো চত্বরে উক্ত দিবস পালন করেন। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া র্কাযক্রম ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. মফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান। উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আব্দুল মজিদ মোল্যা, তালা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শরীফ মো. আব্দুল মতিন, তালা জামে মসজিদের পেশ ইমাম তাওহিদুর ইসলাম, ব্র্যাকের ওয়াশের উপজেলা ম্যানেজার জাহাঙ্গীর হোসেন, কর্মসূচী সংগঠক রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজী আব্দুল্লাহ আবু সায়াদ হীরক, আবু তাহের মিজবাসহ শিক্ষক, শিক্ষার্থীরা, সাংবাদিক, এনজিও, তালা বøাড ব্যাংকের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যালি শেষে ব্র্যাক ওয়াশ প্রকল্পের উদ্যোগে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 8,638,030 total views, 3,029 views today |
|
|
|