অক্টোবর ১৯, ২০১৯
তালায় উপজেলা নাগরিক কমিটি গঠন
তালা প্রতিনিধি : ‘নিজে অপরাধ করব না, অন্যকে অপরাধ করতে দেব না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালা উপজেলা নাগরিক আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ কমিটি গঠন করা হয়। তালা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মাস্টার আলাউদ্দীন জোয়াদ্দারকে আহŸায়ক এবং বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপালীর পরিচালক শফিকুল ইসলামকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়। এ সময় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর ৪৮ বছর অতিবাহিত হতে চলেছে। বর্তমান সরকারের সারাদেশে উন্নয়ন চলছে, কিন্তু সারাদেশের ন্যায় তালা উপজেলা উন্নয়নে অনেক পিছিয়ে পড়েছে। বর্তমান সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ ঘোষণা করেছেন। আমরাও তালা উপজেলাকে ‘ক্লিন তালা, গ্রিন তালা’ হিসেবে দেখতে চাই। আমরা সাধারণ মানুষের দাবি আদায়ের পক্ষে কথা বলতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন এই নেতৃবৃন্দরা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাতক্ষীরা জেলা মহিলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল গাজী, মোহাম্মাদ আলী বিশ্বাস, তালা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, আ’লীগ নেতা সৈয়দ ইদ্রিস, ইসলামকাটী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আজিজ, শেখ কামরুল ইসলাম লালটু, ইউপি সদস্য মো. আব্দার বিশ্বাস, শ্রমিক লীগ নেতা শফিউর রহমান ডানলাপ, শেখ শামীম, সাংবাদিক শফিকুল ইসলাম, কাজী লিয়াকত হোসেন। কমিটি গঠন শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। 8,638,130 total views, 3,129 views today |
|
|
|