অক্টোবর ৩০, ২০১৯
কালিগঞ্জে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার- ফাইনালে চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাদকাসক্তি, ইভটিজিং, বাল্যবিবাহ, স্মার্টফোনের অপব্যবহার, গুজবের কুফল প্রভৃতি বিষয়ে সংবেদনশীল ও সচেতন করার লক্ষে আয়োজিত স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নলতা মাধ্যমিক বিদ্যালয়। ‘গুজব নয়, যুক্তি নির্ভর প্রজন্ম গড়ি’ স্লোগানে অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেলের কার্যালয় ও কালিগঞ্জ থানার তত্ত¡াবধানে বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় নলতা অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘বাল্যবিয়ে রোধে আইনের কঠোর প্রয়োগই যথেষ্ঠ’ বিষয়ের পক্ষে অংশগ্রহণ করে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক সাবিকুন নাহার (উর্মি), ফাতিমা তুজ জোহরা ও আবু রায়হান বিপক্ষে অংশ নেয় সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক শ্রেয়া সরকার, আফরিন সুলতানা ও শারমিন আহম্মদ । প্রতিযোগিতায় ৭৭ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে নলতা মাধ্যমিক বিদ্যালয় এবং ৭৬.৫ নম্বর পেয়ে রানার্সআপ হয়েছে সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক মনোনীত হয়েছে সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শারমিন আহম্মদ। নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম জামি। প্রসঙ্গত: পুলিশ প্রশাসন আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮ টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। 8,585,949 total views, 2,635 views today |
|
|
|