অক্টোবর ২৪, ২০১৯
কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও রতনপুর তারক নাথ বিদ্যাপীঠে সততা স্টোর’র উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: সততা ও নৈতিকতা চর্চার লক্ষে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোরবর) সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি শেখ মেহেদী হাসান সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন’র (দুদক) পরিচালক নাসিম আনোয়ার। সুকুমার দাশ বাচ্চুর সঞ্চলনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়। এসময় বিশেষ অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা’র উপ-পরিচালক নাজমুল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল ইব্রাহীম প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ছাতা, খাতা, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরবর্তীতে বেলা ১২ টার দিকে রতনপুর তারক নাথ বিদ্যাপীঠে সততা স্টোর উদ্বোধন করেন দূর্নীতি দমন কমিশনের পরিচালক নাছিম আনোয়ার। এসময় উপস্থিত ছিলেন খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক নাজমুল হাসান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাামিরুল ইসলাম জামি, সহকারী পুলিশ সুপার (প্রবি:) রাকিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, সাতক্ষীরা জেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়া উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক জিন্নাত আলী প্রমুখ।
8,587,862 total views, 4,548 views today |
|
|
|