অক্টোবর ৯, ২০১৯
কালিগঞ্জ টু বাঁশতলা ব্যস্ততম সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে
রবিউল ইসলাম, দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ব্যস্ততম সড়ক ওয়াহেদুজ্জামান মোড় হতে বাঁশতলা (ভায়া দক্ষিণ শ্রীপুর, কুশলিয়া, বিষ্ণপুর) প্রায় ১২ কিলোমিটার পিচের রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষসহ যানবাহন চলাচল করে অথচ দীর্ঘদিন যাবৎ সংস্কার না করার কারণে বড় বড় খানা খন্দে পরিণত হয়েছে। উঠে গেছে রাস্তার উপরের পিচ ঢালাই। বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিপাতেই রাস্তার উপরের বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে থাকে। যার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ১০ মিনিটের রাস্তাটি এখন যেতে সময় লাগে ৩০ মিনিট। স্থানীয় পথচারি মেহেদী হাসান, আবুল কালাম, আলমগীর হোসেন জানান, কালিগঞ্জ উপজেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে কালিগঞ্জ টু বাঁশতলা। এই রাস্তাদিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। আমাদের প্রতিনিয়ত অফিস-আদালত ও ব্যবসায়ীক কাজে-কর্মে কালিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। কিন্তু আমাদের চলাচলের একমাত্র রাস্তাটির বেহাল দশার কারণে যাতায়াতে ব্যাপকভাবে বিঘ্ন হয়। তাই এখন বিকল্প রাস্তা হিসেবে জিরনগাছা হয়ে প্রায় ৩ কিলোমিটার রাস্তা বেশি ঘুরে কালিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। যার কারণে বিভিন্ন সময়ে আমাদের ব্যাপকহারে ভোগান্তির শিকার হতে হয়। তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোটের আগে জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কারের জন্য অনেক আশ্বাস প্রদান করেছিলেন। কিন্তু ভোটের পর আমাদের এই রাস্তাটির দিকে আর কারও নজর নেই। এমতাবস্থায় রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। 8,590,845 total views, 7,531 views today |
|
|
|