অক্টোবর ১৯, ২০১৯
দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে : অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি
আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন- আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলীয় সংগঠনকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রকৃত আ’লীগারদের সদস্য ভুক্ত করে ১৫ নভেম্বরের মধ্যে সকলে মিলেমিশে কাজ সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সারাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের অগ্রগতি অব্যাহত রয়েছে। আজ সারাদেশের বিভিন্ন সেক্টরে শুদ্ধি অভিযান চলছে। দেশ ও দলের উন্নয়নে এ কাজে সহযোগিতা করতে হবে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে এতিম ছেলে-মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত আশাশুনি উপজেলা আ’লীগের মুলতবি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমের সভাপতিত্বে ওয়ার্ড, ইউনিয়ন আ’লীগের সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও কমিটি গঠনের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও বলেন, আমরা যে সদস্য ও নেতা নির্বাচন করতে যাচ্ছি, সেখানে ভাল ও কর্মঠদেরকে নির্বাচিত করতে হবে। অনুপ্রবেশকারীরা দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা বুঝতে হবে, সেভাবে ওয়ার্ড ও ইউনিয়ন নেতা নির্বাচন করতে হবে। এজন্য আমাদের দায়িত্ব অনেক বড়, ভুল বোঝাবুঝি বড় সমস্যা। বিগত এমপি ও উপজেলা নির্বাচন বিবেচনায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সভাপতি মুনছুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান। সভায় আ’লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, নীলকণ্ঠ সোম, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, শাহ নেওয়াজ ডালিম, স ম সেলিম রেজা মিলন, শেখ জাকির হোসেন, আলমগীর আলম লিটন, মোনায়েম হোসেন, দীপঙ্কর কুমার সরকার দীপ, আ.ব.ম মোছাদ্দেক, শেখ মিরাজ আলি, আব্দুল বাছেত আলি হারুন চৌধুরী, আব্দুল আলিম মোল্যা, অ্যাড. জহুরুল হক, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল আ’লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 8,889,323 total views, 216 views today |
|
|
|