অক্টোবর ৫, ২০১৯
পারুলিয়ায় পূজা মন্ডপ পরিদর্শনে ডা. আ ফ ম রুহুল হক এমপি
পারুলিয়া প্রতিনিধি: পারুলিয়ার জেলিয়াপাড়া সার্বজনীন পূজা মন্ডপ ও সন্যাসখোলা সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক এমপি। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় নেতা-কর্মীদের সাথে নিয়ে দেবহাটার পারুলিয়া ইউনিয়নের সকল পূজা মন্ডপ পরিদর্শন তিনি। মন্দির পরিদর্শনকালে তিনি বলেন, দেশ জুড়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গোটা বাঙালী শারদোৎসবে মেতেছে। বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একসাথে ধর্মীয় উৎসব পালন করে। ঠিক একইভাবে ধর্মীয় উৎসব পালনের মতই জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে অসাম্প্রদায়িক এই বাংলাদেশের উন্নয়ন ও কল্যাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান জানান তিনি। পাশাপাশি পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রত্যেকটি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে আর্থিক সহায়তাও প্রদান করেন। এ সময় দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনি, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবীর, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী সহ আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ বছর পারুলিয়া ইউনিয়নের কোমরপুর সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, সন্যাস খোলা সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, চারা বটতলা সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, পারুলিয়া দাশপাড়া সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, বড়শান্তা সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, নোড়ারচক সার্বজনীন দুর্গা পুর্জা মন্ডপ ও পারুলিয়া জেলিয়া পাড়া সার্বজনীন দুর্গা পূজা মন্ডপে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। 8,890,972 total views, 1,865 views today |
|
|
|