অক্টোবর ২৯, ২০১৯
কালিগঞ্জে চারদলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের পারুলগাছা মাঠে চারদলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে পারুলগাছা প্রগতি সংঘ আয়োজিত টুর্নামেন্টে দেবহাটার কামটা মিতালী সংঘ ২-০ গোলের ব্যবধানে কালিগঞ্জের উত্তরশ্রীপুর ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলার দ্বিতীয়ার্ধে দু’টি গোল করে দলকে ফাইনালে নিয়ে যান ১০ নং জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় লিংকন। খেলা পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, সোহাগ ও শিমুল। এর আগে আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন। ক্রীড়া সংগঠক অসীম কুমার রায় ও শাহাজান ঢালীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, ইউআইটিআরসিই’র সহকারী প্রোগ্রামার নাছিম ছায়াদাত, পারুলগাছা প্রগতি সংঘের সভাপতি আব্দুর রাশেদ ঢালী, সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চু, ইউপি সদস্য আফছার আলী, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মৃণাল মন্ডল, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহ-আলম ঢালী, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হান্নান মোড়ল, প্রগতি সংঘের কর্মকর্তা রেজাউল ঢালী, কাজী নবিদুল ইসলাম নবু প্রমুখ। 8,557,107 total views, 7,713 views today |
|
|
|