অক্টোবর ২১, ২০১৯
১৪ মাসে ১৩ বার জেলার শ্রেষ্ঠ ওসি মোস্তাফিজুর রহমান
ডেস্ক রিপোর্ট: ১৪ মাসে ১৩ বার সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান। রোববার (২০ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশ লাইনস কনফারেন্স রুমে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান (পিপিএম) এ সনদ প্রদান করেন। সাতক্ষীরা থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক দ্রব্য উদ্ধার, জঙ্গিবাদ দমন, ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেফতার অভিযানে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তাঁকে সম্মানিত করা হয়। এছাড়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় তাঁর অধীনে এস আই (নি:) মো. নুর আলম খান, এ এস আই (নি:) মো. নুর নবীকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হয়। এস আই (নি:) মো. হাসানুর রহমান, এস আই (নি:) তসলিম আহমেদ, এ এস আই (নি:) মো. রাশেদ উদ্দীন, এ এস আই (নি:) মো. নাসির উদ্দীনকে ভালো কাজের জন্য উত্তম পুরস্কার প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সার্কেল মির্জা সালাহউদ্দীন, ডিআইও-১ মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 8,502,258 total views, 1,308 views today |
|
|
|