অক্টোবর ৫, ২০১৯
শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে আরো সুসংহত করবে-মহাসপ্তমীতে এমপি রবি
ডেস্ক রিপোর্ট: মহাসপ্তমীতে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় পূজা মন্ডপ পরিদর্শনকালে এমপি রবি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে শান্তিপূর্ণভাবে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ্যে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে সুখ দুঃখের সাথি হয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আছি, আপনারা সংখ্যালঘু ভাববেন না। আপনারা দেশের নাগরিক হিসেবে নির্ভয়ে আপনাদের উৎসব পালন করুন। জননেত্রী শেখ হাসিনা সরকার জন বান্ধব সরকার। শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে আরো সুসংহত করবে এটাই আমাদের কাম্য। সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে একে অপরের ধর্ম পালন করবেন। এমপি রবি সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় ও শারদীয় শুভেচ্ছা জানান।’ শারদীয় দুর্গা পূজার মহাসপ্তমীতে সদরের বল্লী ইউনিয়নের শ্যামপুর পূজা মন্ডপ, আমতলা বাসাবাটি পুজা মন্ডপ, হাজীপুর পূজা মন্ডপ, ঝাউডাঙ্গা পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। 8,503,329 total views, 731 views today |
|
|
|