অক্টোবর ২৩, ২০১৯
পাইকগাছার বাইশারাবাদ বদ্ধ জলমহল নিয়ে মৎস্যজীবী সমিতির ভিন্ন মত পোষণ
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার বাইশারাবাদ বদ্ধ জলমহলকে কেন্দ্র করে ভিন্ন মত পোষণ করেছেন মৎস্যজীবী সমবায় সমিতি লি. এর কর্মকর্তারা। তারা বলেন, একটি সংঘবদ্ধ চক্র সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করার জন্য বাইশারাবাদ জলমহলটি অবৈধভাবে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। বর্তমান ইজারা দেওয়া উক্ত জলমহলটি থেকে ইজারাদারদের উচ্ছেদ করার জন্য সুকৌশলে রাজনৈতিক প্রতিহিংসা-মূলক-ভাবে পাইকগাছা উপজেলা যুবলীগের উপর দায় চাপানোর চেষ্টা করছে। ইজারা গ্রহীতা বিসমিল্লাহ মৎস্যজীবী সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন সরদার বলেন, পাইকগাছা উপজেলার বাইশারাবাদ মৌজার ১নং খতিয়ানে বিভিন্ন দাগের ২০.৮০ একর সম্পত্তি বদ্ধ জলমহল হিসেবে সায়রাত ১২/২০১৯ নং কেসের মাধ্যমে গত ১২ মার্চ খুলনা জেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক ১৪২৬ হতে ১৪২৮ সাল পর্যন্ত ৭২ হাজার ৫শ’ টাকা, নির্ধারিত আয়কর ও ভ্যাট আদায় সাপেক্ষে বিসমিল্লাহ মৎস্যজীবী সমবায় সমিতি লি. কয়রা, খুলনা-এর অনুকুলে প্রদান করেন। যা পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার আমাদের সমিতির অনুকুলে জলমহলের দখল হস্তান্তর করেন। সমিতি উক্ত জলমহলটি দেখাশোনার জন্য জনৈক শেখ জিয়াদুল ইসলামকে নিয়োগ দেয়া হয়। কিন্তু ঐ সংঘবদ্ধ চক্রটি ক্ষিপ্ত হয়ে সরকারকে রাজস্ব বঞ্চিত করার জন্য বিভিন্ন রকম পাঁয়তারা করছে। ইতোমধ্যে তারা পাইকগাছা উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এম.এম আজিজুল হাকিমকে জড়িয়ে মিথ্যা তথ্য সাংবাদিকের নিকট সরবরাহ করেছে এবং কয়েকটি আঞ্চলিক পত্রিকায়ও এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়। উক্ত আজিজুল হাকিমের সাথে বিসমিল্লাহ মৎস্যজীবী সমবায় সমিতি লি. এর কোন সম্পর্ক নেই। যে কারণে উক্ত বাইশারাবাদ বদ্ধ জলমহলটি অর্থের বিনিময়ে কারোর নিকট হস্তান্তর করা তার পক্ষে সম্ভব নয়। উক্ত চক্রটি সমিতির মান-সম্মান ক্ষুন্ন করার জন্য এবং নিজেরা মাছ না পেয়ে ছিপে কামড় দেয়ার মত কল্প কাহিনি করেছেন। সমিতি সরকারের সর্বোচ্চ ইজারা প্রদান করে বদ্ধ জলমহলটি গ্রহণ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সমিতির নেতৃবৃন্দ। 8,591,971 total views, 8,657 views today |
|
|
|