অক্টোবর ২৭, ২০১৯
তালায় অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই
তালা প্রতিনিধি: তালা উপজেলার খলিলনগরে গভীর রাতে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুন লেগে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খলিলনগর বাজারে এ ঘটনা ঘটে। এতে নগদ ৩৫ হাজার টাকা, ২টি ফ্রিজসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। দোকান মালিক খলিলনগর গ্রামের ইসলাম শেখের ছেলে রেজাউল ইসলাম সুরোত জানান, রাতে বাজারে বেচা-কেনা করে নগদ প্রায় ৩৫ হাজার টাকা রেখে বাজার শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। পরে রাত দেড়টার দিকে খবর শোনেন দোকানে আগুন লেগেছে। এ সময় ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষনের মধ্যে দোকানের নগদ টাকা, ২টি ফ্রিজসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ঊর্ধ্বে ক্ষতি সাধন হয়েছে বলে জানান তিনি। খলিলনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক মো. শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো হয়। ততক্ষণে দোকানের সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। দোকানের ভিতর থেকে শট-সার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি হয়েছে বলে তার ধারণা করা হচ্ছে। খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু রাতেই ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও সাতক্ষীরা জেলা প্রশাসককে অবহিত করেন। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ক্ষতিগ্রস্ত দোকানদারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান। 8,637,978 total views, 2,977 views today |
|
|
|