অক্টোবর ২০, ২০১৯
জলাবদ্ধতা নিরসনসহ ১৯ দফা দাবিতে বকচরা মোড়ে পথসভা
স্টাফ রিপোর্টার: জলাবদ্ধতা নিরসন, নদীর চর দখল করে ইটভাটা বন্ধসহ ১৯ দফা দাবি আদায়ের লক্ষে বেতনা ও অন্যান্য নদী এবং বন -পরিবেশ রক্ষায় সাতক্ষীরায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শহরের বকচরা মোড় এলাকায় বেতনা ও অন্যান্য নদী এবং বন -পরিবেশ রক্ষা কমিটি এ পথসভার আয়োজন করে। কমিটির আহŸায়ক আবুল হোসেন খোকনের সভাপতিত্বে সদস্য সচিব মফিজুর রহমানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, লাবসা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, বেতনা ও অন্যান্য নদী এবং বন -পরিবেশ রক্ষা কমিটির যুগ্ম আহŸায়ক আব্দুস সামাদ, শেখ শওকত আলী, বাবলু হাসান, শরিফা খাতুন প্রমুখ। এ সময় বক্তারা সাতক্ষীরা পুলিশ সুপারের উদ্যোগে সাতক্ষীরা বাইপাস সড়কে গাছ লাগানোকে স্বাগত জানিয়ে বলেন, সাতক্ষীরা জেলায় ২৭টি নদ-নদী, ৪শ’ ২৯টি খাল, ২শ’ ৯টি বিল এবং ১৪শ’ ২৩টি গ্রাম রয়েছে। কপোতাক্ষ, খোলপেটুয়া, মরিচ্চাপ, কাকশিয়ালী, যমুনা, লাবণ্যবতী, ইছামতিসহ ১১টি ছোট বড় প্রবাহ মান নদী নির্ভরশীল তীরবর্তী এলাকায় বসবাস করে প্রায় ৫০লক্ষ মানুষ। জলবায়ু পরিবর্তন পরিবেশ সমস্যায় উপক‚লীয় নদ-নদীগুলো দ্রæত পলিজমে ভরাট হয়ে গেছে। মাছখোলায় বেতনা নদীর চর দখল করে দুই পাড়ে গড়ে ওঠা ইটভাটাগুলো বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, এসব ভাটাগুলোর কারণে অত্র এলাকার মানুষ পানি বন্দি হয়েছে। ইমান আলীর সাড়ে ৫শ’ বিঘা জমি উদ্ধারের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, ৭নং ওয়ার্ড আ’লীগের এক নেতার কারণে এসব জমি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। সে প্রশাসনকে ম্যানেজ করে এহেন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে একাধিক অভিযোগ রয়েছে। ওই আ’লীগ নেতার অত্যাচারে এলাকার সবাই অতিষ্ঠ। তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেয়া হয় এবং এ ওয়ার্ডে সকল অবৈধ কর্মকান্ডের ভাগিদারও তিনি। উক্ত সাড়ে ৫শ’ বিঘা জমি উদ্ধার করে জেলার ভূমিহীনদের মাঝে বণ্টনের দাবি জানান বক্তারা। 8,502,229 total views, 1,279 views today |
|
|
|