সেপ্টেম্বর ১, ২০১৯
সুদমুক্ত ঋণ নিয়ে গাভি ক্রয় করে ভালভাবে পরিচর্যা করবেন : সমবায় সমিতির সুবিধাভোগীদের উদ্দেশ্য এমপি রবি
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় উন্নতজাতের গাভি পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত সমবায় সমিতির সুবিধাভোগী সদস্যদের প্রকল্প ঋণের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা সমবায় কার্যালয়ে জেলা সমবায় অফিসার হাসান মাহমুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রকল্প ঋণের চেক বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মো¯ত্মাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা গ্রামাঞ্চলের নারীদের উন্নয়নে আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করেছেন। নারীর ক্ষমতায়নের সাথে সাথে সুবিধা বঞ্চিত নারীদের বিভিন্ন সুবিধা দিয়ে পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে এগিয়ে নিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। সুবিধাভোগী নারী সদস্যদের উদ্দেশ্যে এমপি রবি বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদের কল্যাণে ব্যাপক কাজ করেছেন সেজন্য তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। জননেত্রী শেখ হাসিনার দেওয়া সুদমুক্ত ঋণ নিয়ে গাভি ক্রয় করে ভালভাবে পরিচর্যা করবেন। আমি আপনাদের বাড়িতে যেয়ে গাভি পালন পরিদর্শন করব।’ 8,504,678 total views, 2,080 views today |
|
|
|