সেপ্টেম্বর ২৬, ২০১৯
কালিগঞ্জে নদীর বাঁধ ও জনগুরুত্বপূর্ণ রাস্তা ধ্বংসের প্রতিকার দাবি
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে নদীর ভেড়ীবাঁধ ও জনগণের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তা স্বার্থান্বেষী মহলের কারণে ধ্বংস হতে চলেছে। ভেড়ীবাঁধ রক্ষা ও খানবাহাদুর আহছানউল্লাহ (র.) সেতু থেকে গোবিন্দকাটিগামী জনগুরুত্বপূর্ণ এই রাস্তা চলাচলের উপযোগী করার জন্য বিভিন্ন অধিদপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী। লিখিত আবেদন সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলা সদরে খান বাহাদুর আহছান উল্যাহ (র.) সেতুর দক্ষিণ পারে সেতুর নিচ থেকে ঘোজাডাঙ্গা, গোবিন্দকাটি গ্রাম হয়ে শিববাবুর ইটভাটা পর্যন্ত সড়কে উপজেলার বাজারগ্রামসহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে। এই সড়কে ভারী যানবাহন চলাচলের জন্য উপযোগী নয়। তারপরও বছরের প্রায় পুরোটা সময় এই সড়ক দিয়ে ইট ও বালু বোঝাই ট্রাক এবং ট্রলি চলাচল করে। স্বার্থানেষী মহলের কারণে রাস্তাটি জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমেও ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকায় বর্তমানে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। এছাড়া কাঁকশিয়ালী নদীর ভেড়ীবাঁধটি সড়ক হিসেবে ব্যবহার হওয়ায় ভারী যানবাহন চলাচলে নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। যে কোন মুহূর্তে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় পড়েছেন বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। ভুক্তভোগী গ্রামবাসীরা আরও জানান, ইট বালু বেঝাই ট্রাক ও ট্রলি চলাচলের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে কিছু বলতে গেলে ওই এলাকার ভাটা মালিক ও বালু ব্যবসায়ীরা প্রতিবাদকারীদের চাঁদাবাজি মামলায় জড়িয়ে দেয়ার হুমকি দেয়। বিষয়টির যথাযথ প্রতিকার এবং ভেড়ীবাঁধ ও সড়ক রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন দিয়েছেন তারা। এছাড়াও সদয় অবগতির জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ ও কালিগঞ্জ পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলীর নিকট অনুলিপি প্রদান করা হয়েছে। 8,596,144 total views, 4,023 views today |
|
|
|