সেপ্টেম্বর ২৭, ২০১৯
পাইকগাছায় বঙ্গবন্ধুর ভাষণ, কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন চতুষ্কোণ এ অনুষ্ঠানের আয়োজন করে। পাইকগাছা বাসস্ট্যান্ড সংলগ্ন কার্যালয়ে সংগঠনের সভাপতি ডা. প্রশান্ত কুমার মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক দীপ্তি সরকারের পরিচালনায় প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক মন্ডলী ছিলেন, প্রভাষক তরুন কান্তি মন্ডল, শিক্ষক নিহার রঞ্জন বিশ্বাস ও এস এম হাবিবুর রহমান। এ সময় পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি ও শিবসা সাহিত্য অঙ্গনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আজিজ, সংগীত শিক্ষক চিন্ময় সরকার, প্রভাষক মাধুরী রাণী মন্ডল, আসাবুর রহমান শিমুল, শিক্ষক ঝুমু রায়, সামছুন্নাহার রুমা, রাবেয়া সুলতানা, আহসান বাবু, মালবিকা সরদার, অনুরাধা সরকার, ইসমত আরা ও আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 8,591,992 total views, 8,678 views today |
|
|
|