সেপ্টেম্বর ৮, ২০১৯
পাইকগাছায় প্রতিবন্ধীর জমি জবর দখলের চেষ্টা
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় এক প্রতিবন্ধীর জমি জবর দখলের চেষ্টা করছে প্রতিপক্ষরা। খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের আদেশকেও তোয়াক্কা করছে না তারা। যে কারণে দ্বারে দ্বারে ধন্যা দিচ্ছে প্রতিবন্ধী সঞ্জয় কুমার বাছাড়। কাগজপত্র দৃষ্টান্তে জানা যায়, পাইকগাছা উপজেলার পশ্চিম কাইনমুখী মৌজায় ৩৫নং খতিয়ানে ৪টি দাগে সরকারি ভিপি লিজ কেস নং- ৯৬/১৯৮০-৮১ তে ২.০০ একর সম্পত্তি রয়েছে। উক্ত সম্পত্তি সরকারি রাজস্ব না দিয়ে অবৈধভাবে ভোগ দখল করে আসছিল এক শ্রেণির মানুষ। অবশেষে পশ্চিম কাইনমুখী গ্রামের মৃত অনিল কৃষ্ণ বাছাড়ের পুত্র সঞ্জয় কুমার বাছাড় বাংলা ১৩৮৯ সাল হতে ১৪২৪ সাল পর্যন্ত ৩৫ বৎসরের বকেয়া ইজারা প্রদানপূর্বক উক্ত সম্পত্তির ইজারা গ্রহণ করেন। তখন থেকে অবৈধ দখলদাররা তার বিরুদ্ধে জমি দখলের পাঁয়তারা শুরু করে। এক পর্যায়ে একই গ্রামের মৃত নির্মল চন্দ্র বাছাড়ের পুত্র সুভাষ চন্দ্র বাছাড় উক্ত ইজারার বিরুদ্ধে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলে তার আবেদন খারিজ হয়ে যায় এবং সঞ্জয়কে পরবর্তী ইজারা প্রদানের জন্য আদেশ প্রদান করেন। সুভাষ চন্দ্র বাছাড় নির্বাহী আদালতের আদেশের বিরুদ্ধে খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর আপিল করেন। জেলা প্রশাসক কার্যালয়ে উভয়পক্ষের শুনানি অন্তে নিম্ন আদালতের রায় বহাল রাখায় সুভাষ বিভাগীয় 8,594,047 total views, 1,926 views today |
|
|
|