সেপ্টেম্বর ৮, ২০১৯
ভোগান্তির আরেক নাম সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক রাস্তার পিচ উঠে মরণ ফাঁদে পরিণত : বড় বড় গর্তে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা
মীর খায়রুল আলম: সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে পিচ উঠে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে পানিতে গর্তগুলো ডুবে একাকার হয়ে পরিণত হয়েছে মরণ ফাঁদ। এতে ভোগান্তির শেষ থাকছে না দক্ষিনাঞ্চলের সর্বস্তরের মানুষের। দীর্ঘ দিনের সমস্যা সমাধান না হওয়ায় জনজীবনে অস্বস্তি নেমে আসার পাশাপাশি বেড়ে চলেছে প্রাণহানি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক বিভাগে ব্যাপক উন্নয়ন হলেও সাতক্ষীরা জেলা শহর থেকে দক্ষিনাঞ্চাল সুন্দরবন কোণঘেঁষা সড়কের বেহাল দশায় জনভোগান্তি চরমে পৌঁছেছে। জেলা শহরের থেকে শ্যামনগর পর্যন্ত বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে সড়কের উপরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কিছু কিছু জায়গাতে মাঝে মধ্যে জোড়াতালি দিয়ে নাম মাত্র মেরামত করে সড়ক বিভাগ। আবার কোথাও কোন সড়ক দুর্ঘটনা ঘটলে স্থানীয়রাও সংস্কার করছে সড়ক। জেলার দক্ষিণের জনবহুল এ সড়কটি বেহাল দশায় পরিণত হলেও স্থায়ী সংস্কারের ব্যাপারে মাথা ব্যথা নেই সংশ্লিষ্ট বিভাগের। জেলা সদরে পৌঁছাতে দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগর উপজেলার একমাত্র প্রধান সড়কটি সংস্কার না হওয়ায় ভোগান্তির শেষ থাকছে না লাখ লাখ মানুষের। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখ এলাকা, বাঁকাল ব্রিজের দু’পাশে, আলিপুর বাজার, পুষ্পকাটি, বহেরা সেকেন্দ্রা, চারা বটতলা, গরুহাট, পারুলিয়া ব্রিজ, সখিপুর মোড়, হাদিপুর, নলতা বাজার, চৌমুহুনি, কালিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকাসহ শ্যামনগর উপজেলায় মিলিত সড়কটির অধিকাংশ স্থানে অতিমাত্রায় পিচ উঠে খানাখন্দে পরিণত হয়েছে। অতিরিক্ত মাত্রায় খানাখন্দ পরিণত হওয়ায় জনজীবন বিপন্ন হয়ে দাঁড়িয়েছে। এ যেন রাস্তা নয়, মরণ ফাঁদ। রাস্তায় তৈরি হওয়া বড় বড় গর্তে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। পথচারীরা দুশছেন সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের। জেলা শহরের সাথে দক্ষিনাঞ্চলের যোগাযোগের এই একমাত্র মাধ্যমটি দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী হয়ে উঠলেও কখনো চোখ পড়ে না তাদের। রাস্তা খারাপ হওয়ায় শুকনো মৌসুমে প্রচন্ড ধুলা-বালি আর বৃষ্টি হতে না হতেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত পরিস্থিতি ছাড়াও অসাবধানতা মূলক ভাবে ঝুঁকিপূর্ন চলাচলে দিনে দিনে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। এই জনবহুল সড়কটি দিয়ে চলাচল করতে হয় শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী দেশি-বিদেশি পর্যটকসহ সর্বস্তরের মানুষকে। এতে করে নাগরিক জীবনযাত্রায় বিঘœ ঘটায় প্রতিদিনই তীব্র এই বিড়ম্বনার যাতাকলে পিষ্ট হচ্ছে সাতক্ষীরা থেকে দক্ষিনাঞ্চল এবং অপর দিক থেকে আসা শহরমুখো লাখও মানুষের। দিনে দিনে চলাচলের অনুপযোগী হয়ে ওঠায় জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে দক্ষিনাঞ্চলের মানুষ। সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের কুলিয়া নতুন বাজার এলাকার সড়কের বেহাল দশা পরিণতি হওয়ার পাশাপাশি চলাচল ব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। প্রতিদিন সড়কে শত শত যানবাহনের দীর্ঘ লাইনে পরিণত হয়ে সৃষ্টি হচ্ছে যানজট। কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম তার নিজ উদ্যোগে কুলিয়া নতুন বাজারের রাস্তাটি সংস্কার করেন। কিন্তু আরও দু’একদিন টানা বৃষ্টি হলে নতুন করে সমস্যার সৃষ্টি হতে পারে বলে মনে করেন ভুক্তভোগী পথচারীরা। কার্যকরী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দীর্ঘ এই সড়কটি সংস্কারে দীর্ঘ বিড়ম্বনা এবং জনদূর্ভোগ থেকে রেহাই পাবে সাধারণ মানুষ। এমনটি প্রত্যাশা দক্ষিনাঞ্চল তথা সাতক্ষীরা জনপদের সর্বস্তরের মানুষের। 8,504,071 total views, 1,473 views today |
|
|
|