সেপ্টেম্বর ১১, ২০১৯
কালিগঞ্জে মৎস্যঘেরের পানিতে পড়ে একজনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের খেজুরতলা মৎস্য সেট সংলগ্ন একটি মৎস্যঘেরে ডোনামাইট পাউডার দিতে যাওয়ার সময় পানিতে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত ওই শ্রমিকের নাম আলাউদ্দিন গাজী (৪৫)। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আদর আলী গাজীর ছেলে। সূত্র জানান, আলাউদ্দিন গাজী প্রায় ৩ বছর যাবত কুশুলিয়া ইউনিয়নের ঘোজাডাঙ্গা টাউরপাড়া এলাকায় অবস্থিত জয়নাল আবেদিনের মৎস্য ঘেরের কর্মচারী ছিলেন। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে আলাউদ্দিন গাজী ওই ঘেরে ডোনামাইট নামক পাউডার দিতে যাওয়ার সময় ঘেরের ভেড়ী থেকে পানিতে পড়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে স্থানীয়রা ঘেরের পানি থেকে আলাউদ্দিনের মৃতদেহ উদ্ধার করে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মনির তরফদার ঘটনাস্থলে যেয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। পরিবারের সদস্যদের অভিযাগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়। নিহত আলাউদ্দীন গাজী মৃগীরোগ ছিল বলে পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন দক্ষিণ শ্রীপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন হোসেন। 8,602,756 total views, 10,635 views today |
|
|
|