সেপ্টেম্বর ৩০, ২০১৯
কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস-২০১৯ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ সায়েন্স ল্যাবরেটরী স্কুলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য সেবা কর্মকর্তা মিরানা আক্তার, নবযাত্রা প্রকল্পের জেন্ডার অফিসার লায়লা আরজুমান, সুশীলন এর উপজেলা কো-অর্ডিনেটর আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। 8,595,950 total views, 3,829 views today |
|
|
|