আগস্ট ২, ২০১৯
সুলতানপুরে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম ও মশক নিধন অভিযান উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ আগস্ট) বিকালে সাতক্ষীরা পিএন স্কুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌরসভার ০৪ নং ওয়ার্ড তদারকি কমিটির আয়োজনে পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান। এসময় তিনি বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলা প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। সে লক্ষ্যে জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা সভা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন উপায়ে ডেঙ্গু প্রতিরোধ করা হচ্ছে। জ্বর হলেই সরকারি হাসপাতালে টেস্ট করতে হবে যদি ডেঙ্গু জ্বর ধরা পড়ে নিয়ম অনুযায়ী ঔষধ খেলেই এ জ্বর ভাল হয়। এসময় তিনি ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন তথ্য তুলে ধরেন।’ 8,507,240 total views, 694 views today |
|
|
|