আগস্ট ১১, ২০১৯
পারিবারিক কলহের জেরধরে কালিগঞ্জের পল্লীতে এক সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ!
শেখ শাওন আহমেদ সোহাগ, নিজস্ব প্রতিনিধি: পারিবারিক কলহের জেরধরে কালিগঞ্জের পল্লীতে এক সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১০আগস্ট) দিবাগত রাতে উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামে। নিহত গৃহবধূর নাম মনিরা খাতুন (২৬)। তিনি উপজেলার মৌতলা ইউনিয়নের পরামনন্দকাটি গ্রামের কেরামত আলী খানের মেয়ে ও মৌতলা গ্রামের শেখ বাহাউদ্দিনের স্ত্রী। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ বছর পূর্বে মৌতলা গ্রামের মৃত আব্দুর রশিদ’র ছেলে শেখ বাহাউদ্দিন’র (৪০) সাথে ওই ইউনিয়নের পরামনন্দকাটি গ্রামের কেরামত আলী খানের মেয়ে মনিরা খাতুন’র (২৬) বিয়ে হয়। সংসারে তাদের বিথী সুলতানা (৬) নামে একটি কণ্যা সন্তানও রয়েছে। বিয়ে হওয়ার পর থেকে দাম্পত্য কলহের জেরধরে ওই দম্পতির মধ্যে সবসময় ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এরই সূত্রধরে শনিবার দিবাগত রাতে ঝগড়া শুরু হলে স্বামী বাহাউদ্দিন মনিরা খাতুনকে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে স্ত্রীর লাশ ফেরে রেখে পালিয়ে যায়। সকাল ৯ টার দিকে স্থানীয়রা থানায় খবর দিলে উপ-পরিদর্শক চিন্ময় মন্ডল ঘটনাস্থলে যেয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহ মর্গে প্রেরণ করেন। ঘটনার সত্যতা স্বীকার করে উপ-পরিদর্শক চিন্ময় মন্ডল জানান, নিহত গৃহবধূর দু’পায়ের হাটুর উপর (উরু),পিঠে ও মুখের চোয়ালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ওই দম্পতির একমাত্র কণ্যা সন্তান বীথি সুলতানার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। 8,506,739 total views, 193 views today |
|
|
|