Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে স্লুইচগেটের পাশে সুড়ঙ্গ

শেখ শাওন আহমেদ সোহাগ/ জাহাঙ্গীর আমল: কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ওয়াপদার স্লুইচগেটের পাশে হঠাৎ সৃষ্ট হওয়া সুড়ঙ্গ দিয়ে কাঁকশিয়ালী নদী থেকে প্রচন্ড গতিতে পানি পার্শ্ববর্তী খালে প্রবেশ করায় সড়ক ধসের আশঙ্কা দেখা দিয়েছিল। তবে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের তড়িৎ পদক্ষেপে সুড়ঙ্গটি বন্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে। সরেজমিন জানা যায়, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের পাশ্ববর্তী পানি উন্নয়ন বোর্ডের ৩নং পোল্ডারের ১ নং স্লুইচগেটের পাশে সড়কের নীচ দিয়ে সুড়ঙ্গ সৃষ্টি হয়ে বেশ কিছুদিন যাবৎ পানি প্রবেশ শুরু হয়। বিষয়টি স্থানীয় গ্রামবাসী পানি উন্নয়ন বোর্ড (ওয়াপদা) কর্তৃপক্ষকে অবহিত করেন। কিন্তু তাতে ভ্রুক্ষেপ করেন নি ওয়াপদার ওই পোল্ডারের দায়িত্বপ্রাপ্ত এসও ধীরে ধীরে সুড়ঙ্গের পরিধি বৃদ্ধি হতে থাকলে জোয়ারের সময় নদীর পানি স্লুইচগেটের পাশাপাশি প্রবল বেগে সুড়ঙ্গ দিয়ে খালে প্রবেশ করতে থাকে। ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিম জানান, গত দু’দিন পূর্বে ভয়াবহ অবস্থার বিষয়টি আঁচ করতে পেরে তিনি ওয়াপদার সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেন। কিন্তু তারা কার্যকর কোন ব্যবস্থা নেননি। সুড়ঙ্গের কারণে নদীর বাঁধ (সড়ক) ভেঙে গেলে ভাড়াশিমলা, তারালী ও নলতা ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়তো। ভেসে যেতো কয়েক হাজার হেক্টর ঘেরের মাছ। তিনি আরও জানান, স্লুইচগেটের পাশে ভাঙনের খবর পেয়ে ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ বিশ্বাস রবিবার কয়েকজন শ্রমিক দিয়ে সুড়ঙ্গ ভরাটের চেষ্টা করে ব্যর্থ হন। সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে জোয়ারের পানি প্রবল বেগে সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করতে থাকে। পানির তোড়ে সুড়ঙ্গের পাশে আরও ভাঙন দেখা দেয়। বিষয়টি তাৎক্ষণিক ভাবে ইউপি সদস্য আহমদ আলী সরদার, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ বিশ্বাস, ওয়াপদা, উপজেলা নির্বাহী নির্বাহী অফিসারকে অবগত করা হয়। আতঙ্কগ্রস্ত মানুষ ভিড় করতে থাকে সেখানে। পউবোর এসও ওবায়দুল হক মল্লিক সেখানে গেলে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠে। তাৎক্ষণিক ভাবে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান ও থানার পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার দ্রুত ভেকো মেশিন নিয়ে সড়কের উপরের অংশ সরিয়ে জিও বস্তা দিয়ে সুড়ঙ্গ ভরাট করে ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষার উদ্যোগ নেন। সোমবার রাত সাড়ে ৯ টা পর্যন্ত ভাঙ্গনকবলিত স্থান মেরামতের কাজ চলছিল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version