আগস্ট ৫, ২০১৯
কালিগঞ্জে স্লুইচগেটের পাশে সুড়ঙ্গ
![]() শেখ শাওন আহমেদ সোহাগ/ জাহাঙ্গীর আমল: কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ওয়াপদার স্লুইচগেটের পাশে হঠাৎ সৃষ্ট হওয়া সুড়ঙ্গ দিয়ে কাঁকশিয়ালী নদী থেকে প্রচন্ড গতিতে পানি পার্শ্ববর্তী খালে প্রবেশ করায় সড়ক ধসের আশঙ্কা দেখা দিয়েছিল। তবে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের তড়িৎ পদক্ষেপে সুড়ঙ্গটি বন্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে। সরেজমিন জানা যায়, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের পাশ্ববর্তী পানি উন্নয়ন বোর্ডের ৩নং পোল্ডারের ১ নং স্লুইচগেটের পাশে সড়কের নীচ দিয়ে সুড়ঙ্গ সৃষ্টি হয়ে বেশ কিছুদিন যাবৎ পানি প্রবেশ শুরু হয়। বিষয়টি স্থানীয় গ্রামবাসী পানি উন্নয়ন বোর্ড (ওয়াপদা) কর্তৃপক্ষকে অবহিত করেন। কিন্তু তাতে ভ্রুক্ষেপ করেন নি ওয়াপদার ওই পোল্ডারের দায়িত্বপ্রাপ্ত এসও ধীরে ধীরে সুড়ঙ্গের পরিধি বৃদ্ধি হতে থাকলে জোয়ারের সময় নদীর পানি স্লুইচগেটের পাশাপাশি প্রবল বেগে সুড়ঙ্গ দিয়ে খালে প্রবেশ করতে থাকে। ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিম জানান, গত দু’দিন পূর্বে ভয়াবহ অবস্থার বিষয়টি আঁচ করতে পেরে তিনি ওয়াপদার সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেন। কিন্তু তারা কার্যকর কোন ব্যবস্থা নেননি। 5,685,423 total views, 342 views today |
|
|
|