বেনাপোল প্রতিনিধি: আসন্ন কোরবানি পশুর চামড়া ভারতে পাচার ঠেকাতে যশোরের বিভিন্ন সীমান্তে ঈদের আগেই কড়া নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। চামড়া পাচারের কোন চেষ্টায় সফল হতে দেয়া হবে না বলে ঘোষণা দেয়া হয়েছে বিজিবি’র পক্ষ থেকে। শনিবার (১০ আগস্ট) বেনাপোলের পুটখালি, দৌলতপুর, অগ্রভুলটসসহ বিভিন্ন সীমান্ত ঘুরে দেখা গেছে, বিওপি চৌকিগুলিতে দায়িত্ব পালনের পাশাপাশি পুরো সীমান্তজুড়ে টহল বাড়ানো হয়েছে এবং বাইনোকুলার দিয়ে সার্বক্ষনিক টহল পরিচালনা করছে। টহলরত বিজিবি সদস্যদের সার্বক্ষণিক সর্তক অবস্থায় থাকতে বলা হয়েছে যাতে সীমান্ত এলাকায় চামড়া পাচার না হয় ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি বাড়ানো হয়েছে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল ইমরান উল্লাহ জানান, তারা যে কোন ভাবে চামড়া পাচার প্রতিরোধের ব্যাপারে বদ্ধ পরিকর। এ লক্ষ্য তারা নানা উদ্যোগ গ্রহণ করেছেন। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও।