আগস্ট ৭, ২০১৯
ব্যস্ত সময় পার করছে কামার শিল্পীরা: দিন-রাত টুং-টাং শব্দে মুখর কালিগঞ্জে বিভিন্ন কামারশালা
শেখ শাওন আহমেদ সোহাগ, নিজস্ব প্রতিনিধি: আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কালিগঞ্জের বিভিন্ন কামারশালায় ব্যস্ত সময় পার করছে কামাল শিল্পীরা। সারা বছর এ অঞ্চলের কামারপাড়া গুলোতে কাজের তেমন চাপ থাকে না। তবে কোরবানির ঈদ এলেই এসব জায়গায় বেড়ে যায় ব্যস্ততা। দিন-রাত টুং-টাং শব্দে মুখর উপজেলার নলতা, চাম্পাফুল, মৌতলা, বিষ্ণুপুর, ধলবাড়িয়া ইউনিয়নসহ বিভিন্ন স্থান। গ্রাহকদের চাহিদা অনুযায়ী তারা তৈরি করছেন কাতারি বা কোপা, জবাই ছুরি, ছেলা ছুরি, বটি, দাউ, কুরুলসহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। পাশাপাশি চলছে মাংস কাটার সরঞ্জাম মেরামত এবং ধার দেওয়ার কাজ। 8,506,705 total views, 159 views today |
|
|
|