মায়ের কোলে মাথা রেখে এই দুনিয়ার আলো দেখে প্রথম যে দিন এসেছিলাম মাকেই ভালো বেসেছিলাম।
কিশোর বেলায় খেলার মাঠে কিংবা আবার পুকুর ঘাটে, চলার পথে হোঁচট খেলে ব্যথায় মায়ের আদর পেলে, কান্না ভুলে হেসেছিলাম মাকেই ভালোবেসেছিলাম।
মা যে আমার সোনার খনি সেই যে আমার মা জননী, মা,তুমি আমার চাঁদের আলো তুমিই জুরে আমার স্বপ্ন গুলো।
হারিয়ে গেলে কোন অজানায় এ জীবনে আর ফের নাই, স্নেহের মায়ায় বেঁধে ছিলাম প্রথম সেদিন কেঁদেছিলাম।
5,741,411 total views, 760 views today