আগস্ট ৩০, ২০১৯
পাইকগাছায় ট্রলি চাপায় এক স্কুল ছাত্র নিহত
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় ইঞ্জিন চালিত মাল বহনকারী ট্রলির চাপায় ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) পাইকগাছা-বড়দল সংযোগ সেতুর সন্নিকটে জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনগণের সহায়তায় ট্রলিসহ চালককে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামের মাহাবুবর রহমানের ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া ছেলে আল-আমিন হোসেন তার খালাতো ভাইকে সাথে নিয়ে সাইকেলযোগে যাচ্ছিল। পথিমধ্যে পাইকগাছা-বড়দলের সংযোগ সেতু পার হয়ে জিরো পয়েন্ট নামকস্থানে তারা দুজনে রাস্তায় দাঁড়িয়ে ছিল। বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় বি এ কে ব্রিকস্ এর একটি ট্রলি দ্রæত গতিতে চাঁদখালী থেকে আসার পথে আল-আমিন (১২) কে চাপা দেয়। মারাত্মক আহত আল-আমিনকে স্থানীয় লোকজন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানা পুলিশ আল-আমিনের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এদিকে স্থানীয় জনগণ বি এ কে ব্রিকস্ এর ট্রলিসহ তার চালক সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের আব্দুল গণি খাঁ এর ছেলে জাহাঙ্গীর খাঁ’কে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করেন। 8,602,371 total views, 10,250 views today |
|
|
|