আগস্ট ২৬, ২০১৯
ডেঙ্গু প্রতিরোধ ও সুস্থ জাতি গঠনে জলাবদ্ধতা নিরসনের কোন বিকল্প নেই : লাবসা ইউনিয়নে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিস চৌধুরী
ডেস্ক রিপোর্ট: ‘নিরাপদ থাকুন ডেঙ্গুর বিস্তার রোধে এগিয়ে আসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এডিস মশা নিধন কার্যক্রম উপলক্ষে ডেঙ্গু সচেতনতা ও জলাবদ্ধতা নিরসনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ আগস্ট) সকালে সাতক্ষীরা সদরের ১৩ নং লাবসা ইউনিয়নের মাগুরা মিলগেট এলাকায় লাবসা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলীম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিস চৌধুরী। এসময় তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে ও সুস্থ জাতি গঠনে জলাবদ্ধতা নিরসনের কোন বিকল্প নেই। লাবসা ইউনিয়নের অনেক জায়গায় জলাবদ্ধতা থাকে দীর্ঘদিন। একই স্থানে দীর্ঘদিন পানি জমে থাকলে ডেঙ্গুর বংশ বিস্তার হয়। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। তিনি লাবসা ইউনিয়নের নাগরিকদের নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহŸান জানান এবং সেই সাথে লাবসা ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে দ্রæত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।’ পরে লাবসা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলীম’র নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। 8,506,310 total views, 3,712 views today |
|
|
|