আগস্ট ২০, ২০১৯
কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে দেবহাটার ঐতিহ্যবাহী জমিদারি নিদর্শন
মীর খায়রুল আলম: সাতক্ষীরার ভারত সীমান্তবর্তী উপজেলা দেবহাটা। ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত ছোট্ট উপজেলাতে ছিল অসংখ্য নিদর্শনে ভরপুর। উপজেলার অবস্থান ভেদে পূর্বে আশাশুনি উপজেলা, পশ্চিমে ভারত-বাংলা ইছামতি সীমান্ত, উত্তরে সাতক্ষীরা সদর এবং দক্ষিণে কালিগঞ্জ উপজেলা অবস্থান। সময়ের বিবর্তনে আজ হারিয়ে গিয়েছে এখানকার ঐতিহ্যবাহী নিদর্শন। অসংখ্য দেব দেবীর দীর্ঘ অবস্থানের কারণে এখানকার নাম দেবহাটা হয়েছিল বলে জানা যায়। যে কারণে কালের স্বাক্ষী হিসাবে এখনও দন্ডয়মান ভাবে অস্থান করছে দেবহাটার ঐতিহাসিক বনবিবির বট বৃক্ষ। প্রতি বছরের ১লা মাঘ বনবিবির মঙ্গল কামনায় হাজুত-মানত মেলা পালিত হয়। 8,412,724 total views, 877 views today |
|
|
|