জুলাই ৪, ২০১৯
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর গাত্রদাহ: সাংবাদিককে হুমকি প্রদানের ঘটনায় রিপোর্টার্স ক্লাবের নিন্দা, সংবাদ বর্জনের সিদ্ধান্ত
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলামকে প্রকাশ্যে জনসম্মুখে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি প্রদান করার ঘটনায় পত্রিকায় সংবাদ পরিবেশন করায় সাংবাদিককে হুমকি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা ১৭ মিনিটে ০১৭৮২০০৪৪৪৪ নম্বর থেকে রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিনকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এদিকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে সাংবাদিককে হুমকি প্রদানের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু’র সঞ্চালনায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিকবৃন্দ বলেন, গণমাধ্যমকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের নোংরা পথ অবলম্বন করে একজন জনপ্রতিনিধি হিসেবে সাঈদ মেহেদী যে কলঙ্কজনক দৃষ্টান্ত স্থাপন করেছে তা গণতান্ত্রিক সমাজে কোনভাবেই কাম্য নয়। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে ভবিষ্যতে সাঈদ মেহেদী বা উপজেলা পরিষদের কোনপ্রকার ইতিবাচক সংবাদ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ পত্রিকায় পরিবেশন করবেন না মর্মে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উল্লেখ্য, গত ৩ জুলাই বেলা ১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রকাশ্যে জনসম্মুখে কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলামকে হাত পা ভেঙে কাঁকশিয়ালী নদীতে ফেলে দেয়ার হুমকি দেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী। এঘটনায় কয়েকটি স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পত্রিকাসহ অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। এরপর গাত্রদাহ শুরু হয় সাঈদ মেহেদীর। 8,509,618 total views, 3,072 views today |
|
|
|