জুলাই ৮, ২০১৯
দেবহাটায় আনসার-ভিডিপি সদস্যদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ!
ডেস্ক রিপোর্ট: দেবহাটায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যদের ডিউটি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলার আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত প্রশিক্ষক নার্গিস বেগমের বিরুদ্ধে। দূর্নীতির সঙ্গে ইউনিয়ন দলনেতা ও কিছু আনসার-ভিডিপির সদস্য জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের ৪০টি ভোট কেন্দ্রে মোট ৯৭ হাজার ৮শ ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ৪৯ হাজার ২শ ১৫ জন পুরুষ এবং ৪৮ হাজার ৬শ ২১ জন মহিলা। প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে পুলিশ এবং একজন পিসি, একজন এপিসি, ছয়জন পুরুষ, চারজন নারীসহ ১২ জন আনসার-ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। 8,509,378 total views, 2,832 views today |
|
|
|