জুলাই ৭, ২০১৯
সাতক্ষীরা প্রাণসায়ের খালে নেট পাটা দিয়ে মাছ চাষ : জলাবদ্ধতার আশঙ্কা
নূর মনোয়ার: সাতক্ষীরা শহরের প্রাণ, প্রাণসায়ের খাল। অথচ সেই খালে নেট পাটা দিয়ে মাছ চাষ করছে একটি চক্র। পৌরসভার শেষপ্রান্তে কুখরালী দক্ষিণ পাড়া এলাকা থেকে শুরু করে ব্রহ্মরাজপুর ইউনিয়নের নন্দিপুর এল্লাচর হয়ে ইসলামপুর সুইচগেট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার খালের বিভিন্ন স্থানে নেট পাটা দিয়ে মাছ চাষ করা হচ্ছে। ফলে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ। এতে চলতি বর্ষা মৌসুমে জলবদ্ধতার শঙ্কায় আছেন স্থানীয়া। 8,509,487 total views, 2,941 views today |
|
|
|