জুলাই ৩১, ২০১৯
বিলুপ্তির পথে মাদুর শিল্প
নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি : প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভাবে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মাদুর শিল্প বিলুপ্ত প্রায়। প্লাষ্টিকসহ আধুনিক বিভিন্ন মাদুরের ভিড়ে হারয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই মেলে মাদুর শিল্প। প্রয়োজনীয় পুঁজি, কাঁচামাল ও উপকরণের দুষ্প্রাপ্যতাসহ নানা সংকট এই শিল্প বিলুপ্তির প্রধান কারণ বলে মনে করছেন শিল্প সংশ্লিষ্টরা। এমন অবস্থায় অনেকেই ইতোমধ্যে এই পেশা বদল করেছে। পাটকেলঘাটার মাদুর ব্যবসায়ি মকবুল আলী বলেন, এ শিল্প এখন বিলীন হতে চলেছে। এক সময় সাতক্ষীরার বিভিন্ন গ্রামে বাড়িতে বাড়িতে মাদুর বোনা হতো। কিন্তু তার মাদুর বোনার জন্য (কাঁচামাল) মাদুর তৈরির গাছ পাওয়া যাচ্ছে না। তাছাড়া প্লাষ্টিকের পাতি দিয়ে মাদুর অর্থাৎ বিছানা তৈরি করে বাজারে বিক্রি হচ্ছে। এক সময় জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মাদুর কেনার জন্য পাটকেলঘাটার দলুয়া বাজারে ভীড় জমাতো ক্রেতারা। 8,507,282 total views, 736 views today |
|
|
|