জুলাই ৩১, ২০১৯
দক্ষিণ কামারবাসায় স্কুল কমিটিকে কেন্দ্র করে হামলায় আহত ৫
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদরের দক্ষিণ কামারবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে হামলার ঘটনায় (পাঁচ) ৫জন আহত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণেই এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষনিক আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন, দক্ষিণ কামারবাসা এলাকার মো. মঞ্জুরুল ইসলাম (৪৫), মো. আব্দুল মোমেন (৩৮), মো. মোখলেছুর রহমান (২১), রুবিনা আক্তার সাথি (২০) ও মো. সবুজ হোসেন (২৪)। আহত মঞ্জুরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের সার্বিক উন্নয়নকল্পে পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করার লক্ষ্যে সকলের সম্মতি ক্রমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আনারুল ইসলাম নতুন কমিটিতে জোরপূর্বক অন্তর্ভুক্ত হতে চায়। কিন্তু সকলের সিদ্ধান্ত তার বিপক্ষে থাকায় তাকে নতুন কমিটিতে রাখা হয়নি। তারপর আলোচনা শেষে আমরা শ্রেণিকক্ষের বাইরে আসার সাথে সাথেই নারী শিশু পাচার মামলাসহ একাধিক মামলার আসামি আনারুল ইসলাম আনার (৩৭) ও তার ভাই শহিদুল মাস্টার, মনিরুল ইসলাম মনি, আরিজুল ইসলাম এবং নিকটাত্মীয় আকবর হোসেন, মজনু, মোজাম, তোফা সরদার, মোস্তাফিজুর, মহিউদ্দিনসহ আরও ১০-১৫ জন হঠাৎ আমাদের উপর আক্রমণ করে। তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র, লোহার পাইপ, দা, লাঠি দিয়ে আমাদের মারতে থাকে। এসময় স্থানীয়রা ও আমার মেয়ে ঠেকাতে আসলে তাদের উপরও হামলা করা হয় এবং আমার মেয়ে গুরুতর আহত হয়’। এ ঘটনায় আনারুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্থাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 8,507,230 total views, 684 views today |
|
|
|