জুলাই ১৫, ২০১৯
ব্যস্ত সময় পার করছে পাটকেলঘাটার নৌকার কারিগররা
মাজহারুল ইসলাম / রাকিবুল ইসলাম : পাটকেলঘাটা সরুলিয়ার নৌকার কারিগররা নৌকা বানানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। বর্ষা মৌসুম এলেই বেড়ে যায় তাদের কর্মব্যস্ততা। কর্মব্যস্ততার সাথে সাথে অধিক মুনাফা অর্জনের মোক্ষম সময় বর্ষাকাল। তাই এই সময়টার অপেক্ষায় থাকেন নৌকার কারিগররা। অন্যান্য সময় নৌকা বিক্রি হলেও বর্ষাকালই তাদের অন্যতম সময়। এসময়ে তাদের কর্মব্যস্ততা চোখে পড়ার মত। পাটকেলঘাটা বলফিল্ড মোড়ের তৈয়াবা ফার্নিচারের মালিক আকতারুজ্জামান দৈনিক সুপ্রভাত সাতক্ষীরাকে বলেন, ‘আমি পাঁচ বছর ধরে এ ব্যবসায় সম্পৃক্ত আছি। খৈ, কড়ই, আম, চাম্বল, ইত্যাদি গাছের কাঠ দিয়ে নৌকা তৈরি করা হয়। কেশবপুরসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন জায়গা থেকে এ সকল কাঠ সংগ্রহ করা হয়। আমার দোকানে ১০জন কর্মচারী কাজ করে। এ পেশাই তাদের পরিবারের সচ্ছলতা ফিরে এসেছে’। তিনি আরও বলেন, ছোট নৌকা ৬ থেকে ৭ হাজার টাকায় বিক্রি হয় এবং বড় নৌকা ৩২ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়। তাছাড়া কাঠের মান অনুযায়ী নৌকা বিভিন্ন দামের হয়ে থাকে। বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এই হাটে নৌকা কিনতে আসেন’। রফিক ফার্নিচারের নৌকার কারিগর মাহমুদউল্লাহ বলেন, আমি দুই বছর ধরে নৌকা তৈরি করে আসছি। পারিবারিকভাবেই এই পেশায় এসেছি। দৈনিক ৫০০ টাকা হাজিরায় কাজ করি। ছোট নৌকা তৈরি করতে সময় লাগে ২ দিন ও বড় নৌকা তৈরি করতে সময় লাগে ৭-৮দিন। নৌকার ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, ‘সর্ব প্রথম ২০০০ সালের বন্যার সময় আমি এবং রজব এখানে ছোট একটি নৌকার কারখানা তৈরি করি। কয়েক বছর অসুস্থতার কারণে এ কাজ থেকে বিরত থাকি। পরবর্তীতে নৌকার ক্রেতারা নিয়মিত নৌকা ক্রয়ের জন্য আসার ফলে এখানে বেশ কয়েকটি নৌকার কারখানা তৈরি হয়েছে। পাটকেলঘাটা এখন নৌকার হাট হিসেবে ভাল পরিচিতি লাভ করেছে। অনেক ব্যবসায়ী অতিরিক্ত অর্থ খরচ করে ভাড়া জায়গায় ঋণ নিয়ে ব্যবসা করে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সরকারি ভাবে একটা জায়গা নির্ধারণ করা হলে অল্প বিনিয়োগ করে অনেকেই এই ব্যবসায় স্বাবলম্বী হতে পারতো। আমরা স্বল্প মূল্যে নৌকা বিক্রি করতে পারতাম’। নৌকা কিনতে আসা সাতক্ষীরা সদরের ইটাগাছা এলাকার মো. আবুল হোসনে বলেন, ‘আমি কয়েক বছর আগেও এখান থেকে নৌকা কিনেছিলাম। এখানে কম দামে ভালো মানের নৌকা পাওয়া যায় তাই আবারও নৌকা কিনতে পাটকেলঘাটা নৌকার হাটে এসেছি’। পাটকেলঘাটার সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘এই নৌকার হাট পাটকেলঘাটার সুনামের একটি অংশ। এখনও নৌকার হাটের জন্য আমরা নির্দিষ্ট কোন স্থান নির্ধারণ করতে পারিনি। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অবশ্যই আমি সে ব্যবস্থা করবো’। 8,509,134 total views, 2,588 views today |
|
|
|