জুলাই ২২, ২০১৯
জেলায় বন্ধ বিকাশের লেনদেন
রাকিবুল ইসলাম: সাতক্ষীরা জেলায় অধিকাংশ বিকাশ এজেন্টের দোকান খোলা থাকলেও লেনদেন হচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছে বিকাশের অ্যাকাউন্ট ব্যবহারকারীরা। বিকাশ ব্যবসায়িরা জানান, গত ১৪ ই জুলাই সাতক্ষীরার বিকাশ ডিস্ট্রিবিউটর ফারুক হোসেন এজেন্ট ব্যবসায়ীদের প্রায় চার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এতে বিকাশ এজেন্ট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় এজেন্টদের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করা হয়েছে। ক্ষতিগ্রস্থ বিকাশ এজেন্টদের পক্ষে শহরের আদর মোবাইল সেন্টারের মালিক কাজী আক্তার হোসেন সাতক্ষীরা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে বিকাশের সাতক্ষীরা শাখার ম্যানেজার, অফিস সহকারী, ডিস্ট্রিবিউটরসহ সাতজনকে। আসামিরা হলেন, বিকাশের সাতক্ষীরা জেলা শাখার ম্যানেজার সজল কুমার, ডিস্ট্রিবিউটর আব্দুল্লাহ আল মামুন, রানা, ফারুক হোসেন, তার বাবা মতিয়ার রহমান, ভাই ইয়াছিন আরাফাত ও আফ্রিদী। তবে এসব আসামিরা এখনও ধরা ছোয়ার বাইরে। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। নবারুণ স্কুল মোড়ের বিকাশের এজেন্ট মহিদ স্টোরে মালিক মহিদ বলেন, ১৪ জুলাই শনিবার সকালে আমার কাছে বিকাশ এজেন্টের লোক বলে আপনার টাকা ক্যাশ লাগলে আমার নাম্বারে টাকা মেরে দিন আমি দুপুরের পরে এসে টাকা দিচ্ছি। তার পর থেকে তার কোন খোঁজ নাই। পরে জানতে পারি বিকাশ এর ডিস্ট্রিবিউটর ফারুক হোসেন সমস্ত এজেন্টের চার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। 8,508,976 total views, 2,430 views today |
|
|
|