Site icon suprovatsatkhira.com

উপ-নির্বাচনে সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে-

শেখ শাওন আহমেদ সোহাগ: কালিগঞ্জের বিভিন্ন ইউনিয়নের উপ-নির্বাচনের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। সব শঙ্কা কাটিয়ে উৎসবের ভোট আজ বৃহস্পতিবার। বুধবার সন্ধ্যার মধ্যেই পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রে অবস্থান নিয়ে ছিলেন। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে টহল দিচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আগে থেকে ভোট গ্রহণের সব মালামাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে তবে অধিকতর নিরাপত্তার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক ভোট গ্রহণ শুরুর পূর্বে বৃহস্পতিবার সকালে কুশুলিয়া ও মৌতলা ইউনিয়নের সকল কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে। চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। উপজেলা নির্বাচন অফিসার জমিরুল হায়দার ‘সুপ্রভাত সাতক্ষীরা’ প্রতিনিধিকে জানান, কুশুলিয়া ও মৌতলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে, বিষ্ণুপুর ইউপি’র ৪,৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে, তারালী ইউপি’র ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে এবং কৃষ্ণনগর ইউপি’র ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৫ ইউনিয়নের মোট ২৫ টি কেন্দ্রে সুন্দর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, দু’টি ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং বাকি তিনটি ইউনিয়নে সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৪ জনসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
কুশুলিয়া ইউপি’র চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাজার গ্রামের মৃত মোস্তফা হোসেনের ছেলে অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও বাজারগ্রাম রহিমপুর গ্রামের মৃত শেখ মোক্তার হোসেনের ছেলে শেখ এবাদুল ইসলাম ঘোড়া প্রতীক, মৌতলা ইউপি’র চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পূর্ব মৌতলা গ্রামের শেখ মহসিন আলীর ছেলে যুবলীগ নেতা শেখ মাহবুবর রহমান সুমন নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা ও পরমান্দকাটি গ্রামের মৃত কাজী হাবিবুল্লাহ ফারুকীর ছেলে কাজী রফিকুল ইসলাম বাটুল আনারস প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
তারালী ইউপি’র ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে কাঁকশিয়ালী গ্রামের শেখ তৌহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার (সূর্যমুখী ফুল প্রতীক), একই গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ শরীফের স্ত্রী মোছা: শাহানারা খাতুন (কলম প্রতীক) এবং তারালী গ্রামের মোহাম্মদ কওছার আলী সরদারের স্ত্রী মোছা: লিপিয়া খাতুন (তালগাছ প্রতীক) নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। কৃষ্ণনগর ইউপি’র ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বেনাদনা গ্রামের সামছুর রহমান ঢালীর ছেলে কবিরুল ইসলাম (ক্রিকেট ব্যাট প্রতীক), হোসেনপুর গ্রামের মোহাম্মদ আনছার আলীর ছেলে নুর হোসেন (তালা প্রতীক), একই গ্রামের বিমল চন্দ্র হালদারের ছেলে রাম প্রসাদ হালদার (ফুটবল প্রতীক) এবং সোতা গ্রামের চিত্তরঞ্জন রায়ের ছেলে তপন রায় (মোরগ প্রতীক) এছাড়া বিষ্ণুপুর ইউপি’র ৪,৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা পদে বেজুয়া গ্রামের অনিল কুমার মন্ডলের স্ত্রী পূর্ণিমা রানী মন্ডল (বই প্রতীক), হোগলা গ্রামের নজিম মোড়লের স্ত্রী সুফিয়া খাতুন (সূর্যমুখী ফুল প্রতীক) নিয়ে নির্বাচন করছেন।
উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানান, উপ-নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নিরপক্ষ ভোট গ্রহণের জন্য প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনের আগের দিন (২৪ জুলাই) কুশুলিয়া ও মৌতলা ইউনিয়নের সকল ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ ব্যালট পেপার ছাড়া অন্যান্য সরঞ্জাম, ভোট গ্রহণ কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ভোটকেন্দ্রে গিয়েছেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী উপজেলার কুশুলিয়া এবং মৌতলা ইউনিয়নে ব্যালট পেপার ২৫ জুলাই সকালে প্রিজাইডিং অফিসারের ক্ষমতাপ্রাপ্ত একজন সহকারী প্রিজাইডিং অফিসার ও একজন পোলিং অফিসার সহকারী রিটার্নিং অফিসারের নিকট থেকে ব্যালট পেপার নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ভোটকেন্দ্রের জন্য নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ভোটকেন্দ্রে পৌঁছে সকাল ৭ টার মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিকট হস্তান্তর করছেন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version