জুলাই ২৪, ২০১৯
উপ-নির্বাচনে সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে- শঙ্কা কাটিয়ে কালিগঞ্জের পাঁচ ইউনিয়নে উৎসবের ভোট আজ
শেখ শাওন আহমেদ সোহাগ: কালিগঞ্জের বিভিন্ন ইউনিয়নের উপ-নির্বাচনের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। সব শঙ্কা কাটিয়ে উৎসবের ভোট আজ বৃহস্পতিবার। বুধবার সন্ধ্যার মধ্যেই পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রে অবস্থান নিয়ে ছিলেন। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে টহল দিচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আগে থেকে ভোট গ্রহণের সব মালামাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে তবে অধিকতর নিরাপত্তার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক ভোট গ্রহণ শুরুর পূর্বে বৃহস্পতিবার সকালে কুশুলিয়া ও মৌতলা ইউনিয়নের সকল কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে। চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। উপজেলা নির্বাচন অফিসার জমিরুল হায়দার ‘সুপ্রভাত সাতক্ষীরা’ প্রতিনিধিকে জানান, কুশুলিয়া ও মৌতলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে, বিষ্ণুপুর ইউপি’র ৪,৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে, তারালী ইউপি’র ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে এবং কৃষ্ণনগর ইউপি’র ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৫ ইউনিয়নের মোট ২৫ টি কেন্দ্রে সুন্দর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। 8,507,921 total views, 1,375 views today |
|
|
|