স্থিতিস্থাপকতার সীমার বাইরে গেলে যতেœ গড়া প্রাসাদের পলেস্তারাও একদিন আগলা হয়ে খসে যায়, ধসে যায়। লোহাও লোহা কাটে যৈবতী সময়ে লবণ-জলের রসায়নে ভাঙে লোহার শিকড় নীরব ক্ষয়ে জেগে উঠে মরিচার চর। ভালোবাসার চাষবাস মানুষের হৃদয়ে; উদার জমিন বাম্পার ফলনে- দুলে ওঠে প্রতিটি লোহিত কণিকা। কথা ছিল আমাদের পরাণ ব্যাকুলের তপ্ত কড়াইয়ে- প্রতিটি কোষ-কলা- নিউরনে আনন্দের বানে কষ্টরা পালাবে। হায়! ক্ষুধার্ত অন্ধকার গিলে ফেলে সম্ভাবনার রোদ্দুর মানুষই খুন করে হৃদয়ের প্রাণ।
8,574,032 total views, 1,802 views today