জুন ২৮, ২০১৯
সাতক্ষীরার অদম্য প্রতিভাবান চিত্রশিল্পী ও অভিনেতা তরুণ কান্তি সরকার
আসাদুজ্জামান সরদার: আমাদের সমাজে এখনও এমন কিছু মানুষ আছেন যার সৃষ্টি আমাদের দারুণভাবে আন্দোলিত করে এবং সমাজ ও কালের জন্য হয়ে ওঠে অনন্য দৃষ্টান্ত। নিরবে নিভৃতে সৃজন করে যান আশা জাগানিয়া, মন ভোলানিয়া কিছু সৃষ্টিকর্ম । তেমনি একজন সৃজনশীল, নিভৃতচারী তরুণ চিত্রশিল্পী ও অভিনেতা সাতক্ষীরার আশাশুনির তরুণ কান্তি সরকার। প্রগতিশীল অভিনয় ও নিপুণ সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি হিংসা বিদ্বেষ ও সামজিক ব্যাধিসহ অপসংস্কৃতির বিরুদ্ধে সুদৃঢ় সামাজিক সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সমাজে। তরুণ কান্তি সরকার বর্তমান সময় নিজের ‘আর্ট সার্কেল’ নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং আর্টের শিক্ষকতা করছেন। তিনি তার শিল্পকর্মের মাধ্যমে সব আর্টকে বৃত্তের মধ্যে সীমাবদ্ধ বুঝিয়েছেন। সেট ডিজাইন কাজসহ ঘরে বসে তিনি ইলাস্ট্রেশন, লঘু ও প্রচ্ছদও আঁকেন এই শিল্পী। তিনি সকল আর্টের মধ্যে মানুষের প্রতিকৃতি আঁকতে বেশি আনন্দবোধ করেন। তার আঁকা-আঁকির হাতটা অনেক সূক্ষ ও নিখুঁত এক চান্সে বলা যেতে পারে। তাঁর বিশেষ গুণের জন্যই – ‘রহস্যময় মানব’- ‘রহস্যময়ী মানবী’-‘প্রতীক্ষা’-‘ক্ষুধা’-দি ইসমাইল’, এর মতো সারাজাগানো ছবি গুলোর জন্ম হয়েছে । 8,509,797 total views, 164 views today |
|
|
|