আকাশের নীল পর্দা ফুড়ে শিশির নেমে আসে আমাদের মৃত্তিকার ওপর; বিস্তীর্ণ শষ্যখেত আর দুর্বাঘাসে। ভোরের আলোয় মুক্তা দানায় রামধনু রঙে শিশিরের হাসির ঝিলিক ¤øান করে দেয় অরণ্যর করুণ আহাজারি। কখনও রঙের মিছিলে দানবের তাÐব আউলা বাতাসে মুক্তা ঝরে যায়। আমাদের পদভারে পিষ্ট শিশির ঘাস শষ্যখেত আজন্ম প্রতিবাদে অস্তিত্ব হারায় অনাদর আর অবহেলায়। একদিন মানুষেরা সবুজহীন পৃথিবীর কংক্রিটের প্রান্তর থেকে সভ্যতার সীমানায় চিৎকার করে বলবে- আগামীর জন্ম হোক অরণ্যের মতো।
8,577,448 total views, 5,218 views today