মে ৫, ২০১৯
মণিরামপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
মণিরামপুর (যশোর): মণিরামপুর উপজেলায় দুই দিনব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৯ শুরু হয়েছে। রোববার (৫ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্যাম্পাসে অনুষ্ঠিত মেলায় অর্ধ-শতাধিক স্টল অংশ নেয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মণিরামপুরের নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হিরোক কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম আবু আব্দুল্লাহ বায়োজিদ, প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) আব্দুস সবুর, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, রির্সোস কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীন, একাডেমিক সুপার ভাইজার মাসুদ আলম প্রমুখ। মেলায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের তৈরিকৃত বিভিন্ন জিনিসি উপস্থাপন করেন। 8,549,423 total views, 29 views today |
|
|
|