রক্তক্ষয়ী সংগ্রামে পেয়েছি স্বাধীন দেশ
তাইতো আমরা গড়তে চেয়েছি
রূপসী বাংলাদেশ।
বাংলার মাটি সত্যি খাঁটি
দেখেছি আমরা ভাই
আমার দেশের মাঠের মাটিতে
সোনালী ফসল ফলাই।
সোনার দেশের সোনালি সূর্য
রূপালী চাঁদ তারা
সবুজে ভরা গ্রাম বাংলা
রূপে অপরূপা।
আমার দেশের বুক চিরে
বহমান ¯্রােত ধারা
এ যে আমার পদ্মা মেঘনা,
সুরমা-যমুনা।
জালের মতো রয়েছে তারা
সারা দেশটি জুড়ে
তারি বুকে মাঝি মোল্লা
বেয়ে চলে ধীরে ধীরে।।