তুমি কি দুঃখি ছিলে নজরুল? এসেছিলে পৃথিবীর ওলান ফেঁটে যেখানে সৃষ্টি হয় দুঃখরূপ সরোবর। সমুদ্র প্রসব করে ক্ষুধার্ত ডিঙি যান ফুলের মৌনতা ঢুকে যায় অলির মগজে অথচ আড়ালে ভাঙে বিশ্বাসের খেলা ঘর। তবুও পাখিরা গান ঢেলে দেয় নৃত্যরত পাথরের ঠোঁটে, পারদে পারদ ঘষে ভিজে যায় দুঃখের লোনাজল সময়। আর তোমার কলম ছিড়ে বেরিয়ে আসে ধুপ দগ্ধ ক্ষুধা ছন্দের কবিতা। অথচ ফুলের জলসায় চিরকাল নিরবে নেচে গেল তোমার সব অভিমান। তুমি কি দুঃখি ছিলে নজরুল জীবনের অবরুদ্ধ ধুলায়?
8,548,603 total views, 15,935 views today