যে কথা যায় না বলা মুখে
কবিতা সে কথা বলে,
যে ব্যথা শুকায় না কোন সুখে
দূরে তারে দেয় ঠেলে,
কবিতা সে কথা বলে।।
হৃদয়ের ক্ষত-মুখে কাব্য-সুর-সুধা
প্রলেপ যেন এন্টিসেপ্টিক সদা,
আমার চেতনার পৃথিবীতে-
যেথায় নেই কোন বন্ধু-স্বজন
কাব্য-বাণীর সাথে পথ চলি দু’জন,
কাব্য-তৃষা নিউরন কণায় চলে
কবিতা সে কথা বলে।।
কবিতা যেন শিরের হিপ্পোক্যাম্পাসে
পাথর-সম জমাট রক্ত-রসে
অনুঘটক হয়ে মৃদু উষ্ণতা দিয়ে,
হীম-পর্বত কষ্ট কাঠিন্যে দেশে
সজীবতা আনে প্রাণ-রস বাষ্প বহে।
নিথর বরফ দেশে চালক চলনে চলে
কবিতা সেকথা বলে।।